সিলেট প্রতিনিধি তাজুল ইসলাম তাজু :
সিলেট দোয়ারাবাজার উপজেলা সদরের মুরাদপুর গ্রামের হতদরিদ্র ভূমিহীন দিনমজুর রমজান আলী, কিছুদিন পূর্বে সুরমা নদীর ভাঙ্গনে তার বসত বাড়ী নদীতে বিলিন হয়ে যায়। বর্তমানে থাকেন কামারপট্টি বাজারস্থ ভাড়া বাসায়। তার দিন আনতে পান্তা ফুরায় অবস্থা, সরেজমিনে গিয়ে দেখা যায় কামার পট্টিতে ছোট্ট দুইটা রুম নিয়ে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে ভাড়া থাকেন। জানতে চাইলে উনি জানান আজ দুপুরের খাবার উনার ঘরে নেই, করোনা পরিস্থি্তিথর কারণে ঘরে খাবার নেই, কাজ নেই, তাই আজ দুপুরে উপোস থাকতে হবে।
দিনমজুর রমজান আলীর দুই মেয়ে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এবারের এসএসসি পরীক্ষায় কৃতকাযর্ হয়। গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছে ঝরনা বেগম। ফাহিমা পেয়েছে জিপ্এ ৪.৮৩, অল্পের জন্য তার গোল্ডেন জিপিএ হাতছাড়া হয়েছে।
দুই মেয়ে জানায় খেয়ে না খেয়ে পড়ালেখা প্রতি আগ্রহের কারনে অনেক কষ্টের সাথে তারা এ পর্যন্ত লেখাপড়া চালিয়ে এসেছে। তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বিধায় তাদের বাবার পক্ষে তাদের লেখাপড়ার জন্য আর্থিক যোগান টুকু দেওয়াই ছিল কষ্টসাধ্য।
এখন যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে আমাদের লেখাপড়া করাটা হবে, অন্যথায় অনিশ্চিত হয়ে যাবে তাদের শিক্ষাজীবন। তাদের প্রত্যাশা জানাতে গিয়ে তারা জানায় ফাহিমা বড় হয়ে জজ হতে চায় এবং ঝর্ণা হতে চায় ম্যাজিস্ট্রেট, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করি।
এই দুই বোনের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সহযোগিতা করতে যোগাযোগ করুন্
রমজান আলী মোবাইল ০১৩১৬৪৭৬৩৬৭
Leave a Reply