নিজস্ব প্রতিনিধি:শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্য়ায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের উদ্বোধন ও গোগনগর উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান বলেন- বাংলাদেশে কোভিট-১৯ শুরুর পরপরই অনেক জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তারা ইঁদুরের মতো ঘরে ঢুকে গিয়ে ছিলেন, ঠিক ঐ সময় আমার সহধর্মিণী বললেন, “এসময় যদি ঘরে বসে থাকো, তাহলে সাধারণ জনগণদের কে বাঁচাবে।” এরপর আমি কোনোকিছু পরোয়া না করে করোনা রোগীদের সেবার লক্ষ্যে হাসপাতালে ছুটে গিয়েছি।
সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে মাননীয় সাংসদ আরোও বলেন- যাদের সাথে দীর্ঘ ৭ বছর যাবৎ আমি কাজ করছি, সেই চেয়ারম্যান ও কাউন্সিলরদের সাথে নিয়ে বসলাম, বললাম জনপ্রতিনিধি মানেই জনগণের গোলাম। যারা গোলামি করতে পারবে, তারাই আমার সাথে থাকবা, তা না হলে বাড়িতে ঘুমাইয়া থাকবা। কিন্তু সবাই রাজি হলো এবং সিদ্ধান্ত নিলাম আমরা প্রতিটি বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দিবো। যারা দিন মজুর, তারা যেনো না খেয়ে, না মরে। সেই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমরা এটা বলতে পারি, ওই সময় ট্রাক চালক, বাস চালক, নৌকার মাঝি সকলের বাড়িতেই স্বাধ্যমতো খাবার পৌঁছে দিয়েছি। এখানে একক কোন কর্তৃত্ব নাই। এই কাজগুলোর কৃতিত্ব আমার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং আমার কাউন্সিলররদের। তারা দিনরাত একটানা কাজ করেছে এবং করে যাচ্ছে। মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। তারাই হচ্ছে প্রকৃত জনপ্রতিনিধি।
তিনি আরও বলেন- নৌকা কোন দিন কিছু দিতে পারবে না। এটা একটি মার্কা মাত্র। আপনাকে আগে মানুষটাকে সঠিক নির্বাচিত করতে হয়। তারপর তাকে একটি পরিচিতির জন্য মার্কা দেওয়া হয়, সেটা লাঙ্গলও হতে পারে কিংবা নৌকাও হতে পারে অথবা গতবছরের মতো মটর সাইকেলও হতে পারে। অন্যান্যরা নৌকা কিংবা লাঙ্গলের জন্য গিয়েছেন। গতবছর কিন্তু এই ইউনিয়নে লাঙ্গল কিংবা নৌকা লাগে নাই। শুধু মটর সাইকেল দিয়েই পাশ করে গেছে আমাদের প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী। মানুষ যদি সঠিক হয়, মানুষের ভালোবাসা যদি নিতে পারে। তাকে কোন দল বা কেউ আটকে রাখতে পারবে না। তার উপর আল্লাহর রহমত নেমে আসবে। তাই আসুন আমরা সবাই সঠিক মানুষকে নির্বাচিত করি।
সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করেন সেলিম ওসমান। সভায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন সওদাগর প্রমূখ।
Leave a Reply