বর্তমান খবর স্টাফ রিপোর্টার: নাসিক ১০ নং ওয়ার্ড ঐতিহাসিক চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠটিকে সংস্কার করে মিনি স্টেডিয়াম বানানোর কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুর্ত মাঠটিকে নতুন রূপে সাজানো হবে।
নাসিক ১০ নং ওয়ার্ড চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠটিকে সংস্কার করে মিনি স্টেডিয়াম বানানোর জন্য প্রায় ৩ মাস পুর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যক্রম শুরু করে।
তখন বিটি এম সির পক্ষ থেকে চিত্তরঞ্জন মিল কতৃপক্ষ মাঠের উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। অতপর চিত্তরঞ্জন মাঠ রক্ষায় বাংলাদেশ জাতীয় দলের অনেক খেলোয়াড় সহ এলাকার সাবেক খেলোয়াড় গন, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলমখোকন, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা মিনু, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু সহ এলাকার অন্যান নেতা কর্মি সহ এলাকার জনগণ এবং ক্রিয়া সংগঠন গাজী সেলিম খেলার মাঠ রক্ষার জন্য আন্দোলন ও মানব বন্ধন করে।
অবশেষে প্রায় ৩ মাস পরে পুনরায় মাঠের কার্যক্রম শুরু হয়। বর্তমানে নাসিক থেকে আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে মাঠের সংস্কার কাজ পুনরায় শুরু করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা মিনু, ৫,৬,৭ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু ও ক্রিয়া সংগঠন গাজী সেলিম।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Leave a Reply