শহর সংবাদদাতা: অবৈধ ইজিবাইক একেরপর এক কেড়ে নিচ্ছে মানুষের প্রান। এ সকল ইজিবাইক বন্ধে প্রশাসনের নেই কোন উদ্দ্যেগ। ফতুল্লা মডেল থানার কাশিপুর ৫ নং ওয়ার্ডের আল বারাকা নামক স্থানে অবৈধ ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের শিশু মোঃ আলী গুরুতর আহত হয়ে শহরের ডনচেম্বার আল-মক্কা ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ২৩ জুন রাত ৯ টায় ফতুল্লা মডেল থানার কাশিপুর ৫ নং ওয়ার্ডের আল বারাকা নামক স্থানে পিতা সুজন মিয়ার চায়ের দোকানের সামনে দাড়িয়ে থাকে শিশু মোঃ আলী এ সময় অবৈধ ইজিবাইক নামক দানব এসে তার উপর চাপা দেয়। এ সময় এলাকাবাসি দ্রুত মোঃ আলীকে প্রথম ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নানিয়ে ফেরত দেয়। অসহায় পিতা নারায়ণগঞ্জ ডনচেম্বার আল-মক্কা ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে শিশু মোঃ আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে এলাকাবাসির ধাওয়ায় অবৈধ ইজিবাইক রেখে চালক মোঃ মহসিন (২৮) পালিয়ে যায়। অবৈধ ইজিবাইক শহরের কিছু বিএনপির সন্ত্রাসীরা নিয়ন্ত্রন করায়, এখন পর্যন্ত শহরে অবৈধ ইজিবাইক চলাচল করছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধ ইজিবাইক চালক মহসিন তার মালিক পঙ্গু আলমসহ বিএনপির সন্ত্রাসিরা মামলা না করতে শিশু মোঃ আলীর পিতাকে চাঁপ সৃষ্টি করছে।
Leave a Reply