বন্দর প্রতিনিধি: বন্দরে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় জহিরুল ইসলাম ও সুমন নামের ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ভ্রাম্যাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ কুশিয়ারা এলাকায় রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ প্রদানকালে ওই এলাকার ছবির আহাম্মদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩০) ও সেলিম মিয়ার ছেলে সুমন (২৮) কে আটক করে। এ সময় পুলিশ আটকৃতদের কাছ থেকে ১টি কোদাল, ২টি শাবল ও ১০ ফুট পাইপ উদ্ধার করে।
পরবর্তীতে, বুধবার সকালে আটককৃতদের বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে ওই সময় উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
Leave a Reply