সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: অয়ন ওসমানের ঈদ উপহার নিয়ে রাতে অসহায় মানুষদের দরজায় রাজিব ও সজীব। রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার দিয়ে আসছে।
করোনার ভয়াল থাবায় পুরা পৃথিবী স্থব্দ। বাংলাদেশে ও করোনার অবস্থা ভয়াবহ, দিন দিন করোনায় আক্রান্ত বেড়ে চলছে। সমগ্র বাংলাদেশ লকডাউনের কারনে মানুষ হয়েছে কর্মহীন।ঠিকমত খাবার খেয়ে বেচে থাকা হয়েছে কষ্ট কর। এর মাঝে এসেছে ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ সে আনন্দ আজ আর আনন্দ নেই। মানুষ যেখানে খেয়ে পড়ে বেচেঁ থাকতে কষ্ট হচ্ছে সেখানে ঈদের বাজার করার কথা স্বপ্নেও ভাবা যায় না।
সেই দূর্যোগ সময়ে মানুষের মুখে হাসি ফোটাতে মানুষের পাশে এসে দাড়িয়েছেন অয়ন ওসমান। অয়ন ওসমানের পক্ষে রাজিব ও সজীব রাতের আধারে মানুষের বাড়ি গিয়ে দিতেছে ঈদ উপহার সামগ্রী। এ ঈদ উপহারের প্যাকেটে আছে পোলর চাল, চিনি, সেমাই, তেল।
রাজিব মহানগর ছাত্রলীগের অন্যতম সদশ্য, সজিব সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা। তারা দু’জনেই লকডাউনের পর থেকে বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা দিয়ে আসছে।
Leave a Reply