বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর পৌরসভায় মাদক সম্রাট অলিল, মাসুদ লাল, সাগর, রনি, ছোটো রাজার বউ অমর আক্তার’ বেপরোয়া মাদক ব্যবসায়ের জন্য যেন সহজলভ্য হয়ে গেছে মাদক। বন্দর পৌরসভা এলাকায় প্রায় প্রতিটি অলিগলিতে চাইলে মাদক পাওয়া যায় হাতের কাছে। মাদক সহজলভ্য হওয়ার কারণে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী মাদকের প্রতি ঝুঁকে পড়ছে ফলে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে মাদকসেবীদের সংখ্যা।
এই ব্যাপারে স্থানীয় জনগণ, অভিভাবকেরা দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছেন কখন তার আদরের সন্তান মাদকাসক্তের শিকার হয়। এলাকায় মাদক সম্রাট অলিল, মাসুদ লাল, সাগর, রনি, ছোটো রাজার বউ অমর আক্তার এলাকার সর্বত্র যত্রতত্র মাদক বিক্রি করছে। সাধারণ জনগণ তাদের ভয়ে তটস্থ থাকে। সবকিছু জেনে বুঝে মুখ ফুটে কিছু বলতে পারেনা এই মাদক ব্যবসায়ীদের ভয়ে।
এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই মৌনতায় মাদক সম্রাটরা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে। বন্দর পৌরসভা এলাকাবাসী এই মাদকসম্রাটদের উত্থান রোধে প্রশাসনের সরব ভূমিকা ও সুদৃষ্টি কামনা করছেন।
Leave a Reply