স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে দশ হাজার মাস্ক ও পাঁচশত হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
বুধবার ( ২৫ মার্চ) বিকেলে অয়ন ওসমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বরাবর দশ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসপির পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) মো: মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা এই মাস্ক ও স্যানিটাইজার গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা আাহাম্মেদ কাউছার প্রমূখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জবাসীর সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নারায়ণগঞ্জের প্রশাসন।
Leave a Reply