ফারহানা আফরোজ, ১৩ আগস্ট মোটরসাইকেল চালিয়ে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে যেয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনার ঝড় তুলেছেন তিনি। নিজের বিয়ের উৎসবে একটু অন্যরকম আনন্দ যোগ করতে গিয়ে দেশব্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন যশোরের মেয়ে ফারহানা। ফারহানার এমন কর্মকান্ডে কেউ বলছেন প্রথা ভাঙার নজির, কেউ বা সমালোচনায় মুখর হচ্ছেন । মেয়েরা যখন বিমান ওড়ায়, ট্রেন চালায়, বাস চালায়, রিক্সা চালায় তখন মোটরসাইকেল চালানো নিয়ে বিতর্কে কিছুটা হলেও আশাহত হয়েছেন কিন্তু দমে যাননি তিনি, প্রস্তুতি নিচ্ছেন হয়রানির বিরুদ্ধে আই সি টি আইনে মামলা করার।
ব্যতিক্রমী এই আয়োজনের ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি, ফেসবুক ও ইউটিউবে ভাইরাল। অনেকেই এই ঘটনাকে বাংগালীর চিরাচরিত প্রথাভাঙার নজির হিসেবেও দেখছেন।
ফারহানা জানান- ২০১৭ সালে আমার বিয়ের কাবিন করা হয়। তারপর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিল। আমাদের সংসারে একটি সন্তানও আছে। তাই প্রায় তিন বছর পর আমাদের দুই পরিবারের সম্মতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি বাইক চালাতে জানি, ভিন্নধর্মী কিছু করতেই এই আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা করি। যে ভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে তা দু:খজনক।
Leave a Reply