ষ্টাফ রিপোর্ট:
আদমজী এমডব্লিউ স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে বরখাস্তকৃত গাজী নাজমুল হুদাকে পুনরায় বহালের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে অত্র স্কুলের সামনে এলাকার সচেতন অভিভাবকবৃন্দ ও অত্র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অত্র স্কুলের শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত থেকে দুর্নীতির দায়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে যে কোন মূল্যে যেন পুনরায় স্কুলে বহাল করা না হয় সেজন্য জোর দাবী জানিয়েছেন। যদি অভিভাবক ও শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে গিয়ে দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষককে পুনরায় বহাল করার চেষ্টা করা হয়, তাহলে আগামীতে বড় ধরনের আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন মানববন্ধনকারীরা।
ঐতিহ্যবাহী এই স্কুলের সুনাম রক্ষায় দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারা শিক্ষা অফিস নারায়ণগঞ্জ, শিক্ষা মন্ত্রনালয়সহ সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply