বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন স্ব-পরিবারে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন (টিকা) নিয়েছেন। করোনা যোদ্ধা হাজী ইফতেখার আলম খোকন নাসিক ১০ নং ওয়ার্ডের জনগনসহ দেশবাসীকে নির্ভয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন(টিকা) নেয়ার আহবান জানান।
করোনা মহামারির সময় নাসিক কাউন্সিলর খোকন সরকারি-বেসরকারি সহায়তা ও নিজস্ব অর্থায়নে খাবার, চিকিৎসা সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরন জনগনের ঘরে ঘরে পৌছে দিয়েছেন। নিজে করোনা মৃত ও অন্যান্য মৃতদের দাফন কাফনের ব্যবস্থা করেন। বর্তমানে বাংলাদেশ সরকার করোনা মহামারি রোধে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন(টিকা) দেওয়ার ব্যবস্থা করেছেন। এমতাবস্তায় অনেক মানুষই এই ভ্যাকসিন নেয়া না নেয়ার ব্যপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। মানুষের এই ভয়কে জয় করার জন্য দেশের করোনা যোদ্ধারা এগিয়ে এসেছেন তাদের মধ্যে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন অন্যতম।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ প্রচার সম্পাদক হাজী ইফতেখার আলম খোকন বর্তমান খবর প্রতিনিধিকে বলেন- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যথেষ্ট যাচাই বাছাই করে আমাদের বাংলাদেশের জনগনের জন্য “অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার” এর করোনা ভ্যাকসিন(টিকা)’র ব্যবস্থা করেছেন, যা করোনা মহামারি রোধে শতকরা ৯৫ ভাগের উপর কার্যকর এবং করোনা প্রতিরোধে সক্ষম যা সারা বিশ্বে গ্রহণযোগ্যতা প্রমান করেছে। আমি আমার পরিবারসহ আজ এই করোনা ভ্যাকসিন নিলাম। এছারাও আমার অফিসিয়াল ষ্টাফ এবং আমার সহযোগী করোনাযোদ্ধা বেশ কয়েকজন কাউন্সিলর এই টিকা নিয়েছেন তাদের মধ্যে নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর শওকত হাসেম শকু, কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার অন্যতম। আমার এলাকা নাসিক ১০ নং ওয়ার্ডের জনগনসহ সারাদেশের জনগন আপনারা নির্ভয়ে করোনা টিকা গ্রহন করেন। ইনশাল্লাহ আমরা এই করোনা মহামারিকে জয় করবো, এই টিকা নিয়ে আমরা করোনা ভাইরাসকে পরাজিত করবো, আমরা আশরাাফুল মাখলুকাত, আল্লাহর রহমতে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত। তবে টিকা নেওয়ার পর যদি কারো কোন প্রকার পার্শপতিক্রিয়া দেখা দেয় অতি দ্রুত নিকটস্থ করোনা হাসপাতালে যোগাযোগ করবেন। সবাই মাস্ক পরবেন, নিরাপদ দুরত্ব বজায় রাখবেন, করোনাকে আমরা জয় করবোই ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Leave a Reply