বাংলাদেশে গত দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৭০/৭৫ টাকায় উঠেছে, তবে সোমবার নাগাদ পাইকারি বাজারে পেয়াজের দাম আবার বেশ কমে এসেছে বলেও জানা গেছে। দেশে পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধির পেছনে ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে ঢাকার পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা বলেন- ভারতে প্রচুর বৃষ্টিতে মজুদ থাকা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে সেখানে পেঁয়াজের দাম বাড়ায় সেই আঁচ এসে পড়েছে বাংলাদেশের বাজারেও। শ্যামবাজারের পেয়াজের এক আড়ৎদার জানায়- পেয়াজ আমদানিতে আমরা মূলত ভারতের উপরই নির্ভরশীল, মাঝে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল, আবার এখন ভারতে বৃষ্টির কারণে পেয়াজের দাম বেড়েছে, তাই আমাদের এখানেও দাম একটু বেড়েছে।তবে রোববার থেকে পেঁয়াজের কেজিপ্রতি দাম ৪/৫ টাকা কমে গেছে বলেও তিনি জানান।
ঢাকার বাজারগুলোতে সোমবার দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫-৫০ টাকা দরে। ঢাকার ধানমণ্ডির এক বাসিন্দা নাজমা আক্তার বলেন- সোমবার সকালে আমি ৬০ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি সাধারণত আমি দুই কেজি করে কিনি, কিন্তু গত বছরের মতো আবারও দাম বেড়ে ৩০০ টাকা পার হয়ে যায় কিনা, সেই ভয়ে বেশি করে পেঁয়াজ কিনে রাখলাম। আরেকজন ক্রেতা বলেন- বাসায় পেঁয়াজ আছে, তারপরেও পাঁচ কেজি কিনে রাখলাম, যদি আবার দাম অনেক বেড়ে যায়, সেই চিন্তা করে। গত বছর যে অভিজ্ঞতা হয়েছে, সেটা চিন্তা করেই তো ভয় লাগে। কম খেতে পারব কিন্তু একেবারে বাদ তো দিতে পারব না।গত বছর এই সেপ্টেম্বর মাসেই ৩০ টাকা থেকে বেড়ে কয়েক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৩০০ টাকা ছাড়িয়েছিল । এই ভয়ে এ বছর পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় আরও অনেককেই বেশি করে পেঁয়াজ কিনে রাখতে দেখা গেছে।
Leave a Reply