ডেস্ক রিপোর্টঃ
আমরা কাজের ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠাবান, একটা ভালো নির্বাচন করবো, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের অঙ্গীকার। আমরা শপথ নিয়েছি একটা ভালো নির্বাচনই করবো, আমাদের একটা অবস্থান আছে- রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা এমন মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় করেছি? কোনো আইন ভঙ্গ করছি? একটা ভালো নির্বাচন হোক, ভালো একটা নির্বাচন করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।
দেশের সব রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকবেন কি ? এর উত্তরে তিনি বলেন, এখনও সংলাপের কোনো উদ্যোগ হয়নি, যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করি, ধরুন কাউকে একটা আম খেতে দিলাম, তখন সে যদি বলে আমে বিষ আছে খাবো না, তখন তাকে কীভাবে বোঝাবো আমে বিষ নেই। উনারাদেরও (নির্বাচন বর্জনকারী) আমাদের উপর আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।
ইইউ পর্যবেক্ষক প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, উনারা (ইইউ) বাজেটের কিছু সমস্যার কথা বলেছেন। আমরা চাই ইইউ আগামী নির্বাচনে বেশি করে পর্যবেক্ষক পাঠাক এতে আমাদের কোনো আপত্তি নেই।
Leave a Reply