জাহিদ হাসান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার ৭ মার্চ, ১৯৭১ সালের ৭ মার্চ বাগালির ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। ৭ মার্চে বঙ্গবন্ধুর জ্বলাময়ী ভাষণে বাঙ্গালি জনগণ পাকিস্তান বিরোধী আন্দোলন গড়েতোলে, যার সুবাদে আমরা বাঙ্গালী জাতি স্বাধীনতা লাভ করি । আর এ স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ৭ মার্চের ভাষণে বলেছিলেন:-ঘরে-ঘরে দুর্গ গড়েতোল। তোমাদের যাকিছু আছে তাইনিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো,এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারেরের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।জয়বাংলা।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো: মশিউর রহমান(পিপিএম-বার) জানান- ৭ মার্চের ভাষণ ছিল মূলত পূর্ব বাংলার স্বাধীনতার আগাম বার্তা। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ভাষনের ফলেই বাঙ্গালি জাতি মানুষিক ভাবে যুদ্ধের প্রস্তুতি নেয়। তিনি সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিদিকে জানান- আমাদের সমাজটাকে দূর্নীতি ও মাদক মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই সমাজের প্রতিটি মানুষকে সতর্ক হতে হবে। পুলিশ হলো জনগণের বন্ধু। জনগণের সকল সমস্যার কথা আমাদের কাছে শেয়ার করতে হবে। তবেই আমরা এর একটা ব্যবস্থা নিতে পারবো। আমরা চাই দূর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে। আর তাই প্রতিটি ঘরেঘরে দুর্গ ঘরে তোলতে হবে। দেশের মানুষকে অবশ্যই আমাদের কাজে সহযোগিতা করতে হবে।
Leave a Reply