নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক উন্নয়নের লক্ষ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ১০ নং ওয়ার্ডের আরামবাগ এলাকার কিছু উধ্যামি তরুনের উদ্দেগে উজ্জীবন সোস্যাল অর্গানাইজেশনের সৃষ্টি হয়।
নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন এর স্বার্বিক তত্বাবধানে এবং আরামবাগ এলাকার তরুণ সমাজের নিরলস প্রচেষ্টায় হাটি হাটি পা পা করে সমাজের তথা মানুষের কল্যানে উজ্জীবন সোস্যাল অর্গানাইজেশন এগিয়ে যাচ্ছে।
আরামবাগ সমাজবাসী ও উজ্জীবন সোস্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল
মানব কল্যানে মুলক ও নানাবিধ সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডে অগ্রপথিক বলতে এলাকাবাসী এই অর্গানাইজেশনকে একটি অন্যতম সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্টান হিসাবেই জানে। গতকাল রোজ বৃহস্পতিবার ০৫/০৩/২০২০ ইং এই অর্গানাইজেশনের উদ্দ্যেগে আরামবাগ সমাজবাসীর পক্ষ থেকে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলরের স্বার্বিক তত্বাবধানে ৮ ম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনষ্ঠানে প্রধান বক্তা প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সারা বাংলার আলোরন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব হযরত মাওঃ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (মোফাসেরে কোরআন, ঢাকা)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – বিশেষ বক্তা প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মোস্তফা কামাল জেহাদী, মুহতামিম, মাদ্রাসাতুন নূর-আল ইসলামীয়া, খতিব, মসজিদে নূর , নূরবাগ (দাসেরগাঁও), বন্দর, নারায়ণগঞ্জ। বিশেষ বক্তা প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওঃ মুফতি নাজমুল হক নোমানী, বিশিষ্ট মোফাসেরে কোরআন, ইমাম ও খতিব, ধনকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এবং কেরাত পরিবেশনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত ক্বারী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ।
উপস্থিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ আসাদুজ্জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানা, জনাব মোহাম্মদ কামরুল ফারুক ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানা ও জনাব হাজী ইফতেখার আলম খোকন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর বলেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা মুসলমান। আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। সমাজ থেকে সন্ত্রাস মাদক নির্মু ল করতে হবে সর্বোপরি দেশের মঙ্গল কামনা করেন।
Leave a Reply