স্টাফ রিপোর্টঃ
আড়াইহাজার থানা এলাকায় একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন নারীসহ ৪ জন। বিস্ফোরণে দগ্ধরা হলেন), কানিজ খাদিজা নিপা (৩৯) , হাসিনা মমতাজ (৫৫), সায়মা আক্তার (৪০) ও সোহান (৪৫)। এদের মধ্যে কানিজ খাদিজা নিপা মারা গেছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত সাড়ে তিনটার দিকে নিওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দগ্ধ কানিজ খাদিজার মৃত্যু হয়। অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম সংবাদকর্মিদের জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে তিন নারীসহ চারজনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হয়, তাদের মধ্যে সোহানের শরীরে ১০০ শতাংশ, সায়মা আক্তারের ৯০ শতাংশ ও হাসিনা মমতাজের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাদের সাথের দগ্ধ কানিজ খাদিজা (নিপা) শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মারা গেছেন।
Leave a Reply