- প্রচ্ছদ
- আড়াইহাজার
- আড়াই হাজার এম,পি নজরুল ইসলাম বাবুর নির্দেশে সাইফুল ইসলাম মোল্লার খাদ্য সামগ্রী বিতরণ ।
- প্রকাশিতঃ এপ্রিল, ২৭, ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ
-
৫৩৫ বার দেখা হয়েছে
আড়াই হাজার প্রতিনিধি: বৈশ্বিক এই দুর্যোগ দেশের চরম ক্রান্তিলগ্নে ভয়াবহ এই করোনার আকঙ্কে মানুষ যখন গৃহবন্দী তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের পাশে থাকার নিরলস চেষ্টা চালাচ্ছেন এবং জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এম,পি মহোদয়র নির্দেশে নিজস্ব অর্থায়নে তার পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ২৬৫ টি খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য ও সচেতনতা মুলুক সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক ও আড়াই হাজার মুজিবসেনা ঐক্যলীগের প্রতিষ্টাতা সভাপতি মো সাইফুল ইসলাম মোল্লা ।

এই দুঃ সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সাবা করায় তিনি মানবতার প্রতিক বহন করেন । তিনি বলেন আমাদের মত নিন্ম আয়ের দেশে এই মুহূর্তে সরকারের একার পক্ষে এই মহামারী মোকাবেলা সম্ভব নয় তাই আমাদের দেশের উচ্চবিত্ত, ধনী ব্যক্তিদ্বয় ও বিভিন্ন অঙ্গ সংগঠন যদি যার যার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে এসে দাড়াতো তাহলে এই দুর্যোগের কিছুটা হলেও সুফল হতো । তাই আসুন সরকারের নিয়ম মেনে চলি ঘরে থাকি নিরাপদে থাকি। জয় বাংলা জয়বঙ্গবন্ধু
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply