ডেস্ক রিপোর্ট: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জুয়েলের বসতঘরের মাটি খুঁড়ে ৫ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই ওয়ার্ডের চৌকিদার মো. শাহে আলমের ঘর থেকে আরও ৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নান্নু মেম্বারের বাড়িতে এ অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইউপি সদস্য জুয়েল ও চৌকিদার শাহে আলম। জিজ্ঞাবাদের জন্য ইউপি সদস্যের বাবা নান্নুকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খয়রুল কবীর জানান, রোববার সকাল ৬টায় ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা অভিযান চালিয়ে ইউপি সদস্যের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে ৫ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তাসহ মোট ৭ বস্তা এবং ওই ওয়ার্ডের শাহে আলম চৌকিদারের ঘর থেকে ৫ বস্তা চাল উদ্ধার করি। এসব চাল সরকারি খাদ্যবান্ধব, জেলে পুনর্বাসন ও অসহায়দের নামে বরাদ্দকৃত।
Leave a Reply