মোঃ মাসুদ রানাঃ
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।দিনাজপুরের খানসামা থানা পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার পশ্চিম গোবিন্দপুর জামে মসজিদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে খানসামা থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, খানসামা উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. মুন্না (২১) এবং বীরগঞ্জ উপজেলার তুলশীপুর গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে অমিত হাসান (২২)।
খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply