সিদ্ধিরগঞ্জ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতাপুত্রকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তা ছেলে রাকিব হাসান (১৮)।
তারা নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
ওসি কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ২নং ঢাকেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের প্যান্টের পকেট থেকে ৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply