ডেস্ক রিপোর্টঃ
ঈদের দিনে আমরা সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সম্পৃতির বন্ধনে আবদ্ধ হয়ে, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই, এটাই হোক এই ঈদে আমাদের সকলের চাওয়া, বলেন প্যানেল মেয়র ও নাসিক- ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা মিনা।
নাসিক-১০, ১১ ও ১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনোয়ারা বলেন- বর্তমানে আমরা করোনা ভাইরাস নামক মহামারির সাথে মোকাবেলা করছি, আমাদের সকলকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকতে হবে। করোনার সাথে লড়াইয়ে আমরা পারস্পরিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ঈদ উৎসব পালন করব। আমাদের নিরাপত্তার জন্য আমরা সকলে মাস্ক পরিধান করব, সাবান দিয়ে নিয়মিত হাত পরিস্কার করব, নিরাপদ দুরত্ব বজায় রেখে সামাজিকতা পালন করব, আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। অসীম দয়ালু মহান আল্লাহপাকের দয়ায় সারাবিশ্বের সকল মানুষ যেনো অচিরেই স্বাভাবিক জীবন ফিরে পায় এই প্রত্যাশা ব্যক্ত করে এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
Leave a Reply