মো. শওকত হোসেন
লৌহজং (মুন্সীগঞ্জ)
আসন্ন পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীদের নিরাপদে পারাপার রক্ষায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম বার, অতিরিক্তি পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবীর, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীরসহ বিআইডাবিøউটিসি, টিএ, ট্রাফিক পুলিশ, র্যাব-১১, ফায়ার সার্ভিস, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমূখ।
Leave a Reply