ঈদ এ মিলাদুন্নবী মুসলিম জাহানের শ্রেষ্ঠ ঈদ। এই দিন সৃষ্টি কূলের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম। ইসলামী সম্প্রদায়ের অনেক ঘটনায় মহিমান্বিত এই ঈদ এ মিলাদুন্নবী। এই ঈদ এ মিলাদুন্নবীতে নারায়ণগঞ্জ জেলা পাক পাঞ্জতন খানকা শরীফের উদ্ভোদন করা হয় নাসিক ৮ নং ওয়ার্ডস্থ বৌ বাজার তাতখানা এলাকায়। উদ্ভোধনি অনুষ্ঠানে দুরুদ পাঠ, ইসলামের ইতিহাস, হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব হযরত মাওলানা মুফতী গাজী ওয়াহিদর রহমান রেজভী আল আবেদী পীর সাহেব কেবলা কোল্লা পাথর (পাক পাঞ্জাতন দরবার শরীফ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতাউর রহমান ফকির সভাপতি পাক পাঞ্জাতন শরীফ নারায়ণগঞ্জ জেলা।
উদ্ভোধনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি তার আলোচনায় বলেন- ঈদ এ মিলাদুন্নবীর এই দিনে আল্লাহ্ রাব্বুল আলামিন প্রিয় নবী মানবকূলের শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা:) কে সৃষ্টি করেন অতপর এই বিশ্ব চরাচর সৃষ্টি করেন। আল্লাহ্ কে পেতে হলে আমাদের কলব পরিস্কার রাখতে হবে। কিছু ধর্ম ব্যাবসায়ী আছে যারা ধর্মের নামে শিরক করছে, এদের থেকে সাবধান থাকতে হবে, সত্য জানতে হবে, বুঝতে হবে, সে ভাবে আমল করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাক পাঞ্জাতন শরীফ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা- নাজিমউদ্দিন মেম্বার, সহ সভাপতি আলী আহমদ মোল্লা, মো: নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো: আব্দুল্লাহ মুজিব, সহ সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম (চাচা), তানজিল মাহমুদ রিপন, মো: ফেরদৌস, অর্থসম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মো: মনিরুল ইসলাম চাদপুরী, প্রচার সম্পাদক মো: সামসু উদ্দিন মিয়া, কার্যকরি সদস্য- সাইদুর রহমান ফকির, মো: আলী আহমেদ, মো: আলী আক্কাস, মো: শাহজালাল,মো: আমির হোসেন, মো: আফজাল হোসেন, মো: শাহীন, গাজী ওমর ফারুক, গাজী মাওলানা শরীফ, শাহবুদ্দিন মাষ্টার, আব্দুল মজিদ, মো: রতন মাষ্টার সহ পাক পাঞ্জাতন শরীফের ভক্ত ও আশেকানবৃন্দু প্রমূখ।
Leave a Reply