বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়াডর্স্থ রুপালী আবাসিক এলাকায় বিভিন্ন শাখা রাস্তার নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩টায় বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় এ নির্মান কাজের উদ্ধোধন করা হয়।
এ উপলক্ষে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার বলেন, সিটি মেয়র আইভী বন্দরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলেছে। আমরা উন্নয়নের আরেক নাম বলতে মেয়র আইভিকেই বুঝি। বন্দর বাসী যা কোন দিন চিন্তা করতে পারিনি। আইভী আপা তা করে দেখিয়েছেন। রুপালী আবাসিক এলাকায় বিভিন্ন শাখা রাস্তার নির্মানের জন্য সিটি কর্পোরেশন ৩ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। আমরা সবাই আইভী আপার জন্য দোয়া করব।
রুপালী পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক আব্দুর রব মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, রুপালী আবাসিক পঞ্চায়েত কমিটির সভাপতি হানিফ কিবরিয়া, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন উপ-সহ প্রকৌশলী মোঃ ইসমাঈল হোসেন, সহ-প্রকৌশলী দিপু রায়,কার্য-সহকারি মোহেল দেওয়ান,সমাজ সেবক হুমায়ন,জাকির, মশিউর রহমান রিপন,সাইদুর রহমান, ছাত্র সমাজনেতা মানিক শেখ প্রমুখ।
Leave a Reply