ডেস্ক রিপোর্টঃ
আগামীকালের (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ (ইউপি) এর দ্বিতীয় ধাপের নির্বাচনে আশা করি, উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার ১0 নবেম্বর বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
সিইসি নুরুল হুদা বলেন- ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। নির্বাচনে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলদের সহনশীলতা প্রয়োজন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃংখলারক্ষা বাহিনী ও ইসি সবাই একটিভ আছে, তবে এই ঘটনাগুলো হয় তাৎক্ষণিক উত্তেজনার কারণে।
তিনি আরও বলেন- সংস্লিষ্ট সকলকে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। একই সঙ্গে রাজনীতিক দল ও অংশগ্রহণকারীদের সকলকে সহনশীল হতে হবে।
Leave a Reply