বর্তমান খবর: মেয়র আইভী বলেছেন, এখানে কতই না হত্যাকান্ড হয়েছে সেটা শুধু নারায়ণগঞ্জের মানুষ না, সারাদেশের মানুষ জানে। নারায়ণগঞ্জকে বাংলাদেশের সন্ত্রাস জনগণহিসেবে জানতো শুধুমাত্র একটি পরিবার যারা একটি না বহু হত্যাকান্ড সংগঠিত করেছে। আগের হত্যাকান্ডের বিচার হয়নি বলেই ত্বকীর হত্যা হয়েছে। ত্বকীর বাবামা পরিবার স্বজন এবং আমরা একত্রিত ভাবে প্রতিবাদ করেছি বলেই আজকে নারায়ণগঞ্জে কিন্তু ঘাতকরা হত্যাকান্ডের সাহস পায়নি।
৬মার্চ (শুক্রবার) তানভীর রহমান ত্বকীর মৃত্যুর ৭বছর পূর্তিতে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এ কথা বলেন।
মেয়র আইভী বলেন, তাই আমরা ত্বকী হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়েই যাবো। ভবিষ্যৎতে যদি এরকম আর কোনো কর্মকান্ড হয় তাহলে আমরা আর চুপ করে বসে থাকবো না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমসহ আরও অনেকে।
Leave a Reply