নারায়নগঞ্জ শহর প্রতিনিধিঃ
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পুলিশ, মুক্তিযােদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও জনসাধারণ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মাে. জসিম উদ্দিন। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা পুলিশ সুপার মাে. জায়েদুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মাে. বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনােয়ার হােসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. খােকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযােদ্ধা কমান্ড, জেলা পরিষদ, বিএনপি, যুবলীগ, যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷ শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারণ জনগণ।
এ সময় মাইকে বাজতে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
Leave a Reply