ষ্টাফ রিপোর্ট:
সারা দেশে পর্যায়ক্রমে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এই কার্যক্রমে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় ধানের শীষ প্রতীকের এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল মিল্লাত। শনিবার (১৬ ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন- কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে বের করে দেয়া হচ্ছে। ভোট দেয়ায় ভোটারদেরকে বাধা দেয়া হচ্ছে। এখানে দৃশ্যত নির্বাচন হচ্ছে প্রশাসন বনাম বিএনপির মধ্যে। এতেকরে এটাই প্রমান হয়, এই সরকারের আমলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এর আগে সকাল ৮ টায় কুলিয়ারচর পৌরসভার ১২ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। কুলিয়ারচর পৌরসভায় ভোটার সংখ্যা ২৫ হাজার ১৪৩ জন।
দ্বিতীয় ধাপের এই নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভা ও কুলিয়ারচর পৌরসভায় চলছে ভোটগ্রহন। কিশোরগঞ্জ পৌরসভায় ২৮টি কেন্দ্রে ৭১ হাজার ৮৪ ও কুলিয়ারচর পৌরসভায় ১২টি কেন্দ্রে ২৫ হাজার ১৪৩ জন ভোটার ভোট দিবেন।
Leave a Reply