বিনোদন ডেস্ক: বাংলার মানুষের সংস্কৃতি ও চিত্তবিনোদনের জন্য টেলিভিশনের অবস্থান প্রথম সারিতে। করোনা প্রভাবে যখন মানুষ ঘরবন্ধি তখন সময় কাটাতে ও মনোরঞ্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে টিভি মাধ্যম।
এবারের ঈদে বিনোদনের নতুন চমক নিয়ে আসছে অভিনেতা কাউসার সরকার প্রহর। ব্যাক্তিত্ব সম্পুন্ন ৬ ফুট উচ্চতা বিশিষ্ট প্রহরকে দেখতে অনেক টা ইউরোপীয়ানদের মতো মনে হয়। প্রাচ্চের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের ছেলে প্রহর। তিন ভাই এক বোনের মধ্যে প্রহর মেঝো।
বর্তমান খবর প্রতিনিধির সাথে আলাপচারিতায় অভিনেতা প্রহর বলেন অভিনয়ের সঙ্গে একাত্বতা অনেক দিনের ২০০৯ সাল থেকে ঢাকা থিয়েটার মঞ্চের সঙ্গে জরিত। আমি অভিনয় শিল্পী সংঘের ও একজন মেম্বার। এড এশিয়ার সেলিম রেজা স্যার আমার গুরু। ওনার হাত ধরে এই জগতে আমার পথ চলা। ওনার অনেক কাজ ই আমি করতে পেরেছি।
এই পযন্ত বিভিন্ন টিভি চ্যানেলে ৫/৬ টি বিজ্ঞাপন সহ প্রায় একশর উপর নাটকের অভিনয় করেছি। বর্তমানে ইটিভি তে আদালত নাটকটি চলছে এছাড়াও এবারের ঈদের দিন রাত ৮ টায় নাটক ”কোপ” এবং ঈদের চতুর্থ দিন রাত ৮ টায় নাটক অদৃশ্য কাব্য দেখানো হবে ইটিভি তে। সবাই কে দেখার আমন্ত্রণ রইল। আর বর্তমানের মহামারী করোনা মোকাবেলায় সবাই ঘরে থাকুন সামাজিক দুরত্ব বজায় রাখুন। ভালো থাকুন সুস্থ থাকুন। সবাই কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ধন্যবাদ বর্তমান খবর পরিবারকে এমন একজন নিজ জেলার প্রতিভাবান শিল্পির সন্ধান দেয়ার জন্য।
আশা করি প্রতিনিয়ত আমাদের এই নাঃগঞ্জের সম্মান প্রচার করবেন আপনারা