নিজেস্ব প্রতিনিধি: অনিয়ম করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের সব পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র ও মনােনীত পরিচালক এ জরিমানার বাইরে থাকবেন।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিন্ধান্ত নেয়া হয়।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছে, এমআই সিমেন্ট ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (ত্রৈমাসিক প্রতিবেদন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ‘কারেন্ট অ্যাকাউন্ট উইথ দ্য সিস্টার কনসার্ন’ হিসাব শিরােনামে ৭০ কোটি ৪০ লাখ টাকা দেখিয়েছে, যা প্রকৃতপক্ষে ইস্যুয়ার কোম্পানির সহযােগী প্রতিষ্ঠানগুলােকে সুদবিহীন ঋণ হিসেবে দেয়া হয়েছে এবং ওই ঋণ দেয়ার আগে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অনুমােদন নেয়া হয়নি।
এছাড়া, কোম্পানির পূর্ববর্তী বছরগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনেও বর্ণিত হিসাব শিরােনামে সহযােগী প্রতিষ্ঠানগুলােকে সুদবিহীন ঋণ দেয়ার প্রমাণ পাওয়া যায়। ওই সহযােগী প্রতিষ্ঠানগুলাে ইস্যুয়ার কোম্পানির পরিচালকদের শতভাগ মালিকানাধীন বলে প্রতীয়মান হয়।
এ ধরনের কাজের মাধ্যমে এমআই সিমেন্ট কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালকে (স্বতন্ত্র ও মনােনীত পরিচালক ব্যতিত) ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply