ঢাকা ডেমরার সারুলিয়ায় পশ্চিম টেংরায় এম এ রশিদ মাস্টার উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ডিজিটাল শিক্ষার সূতিকাগার এই উচ্চ বিদ্যালয় টি ২০১৯ সালের মার্চে প্রতিষ্ঠিত হয়। সারুলিয়ার দানবীর এম এ রশিদ মাষ্টারের নিজস্ব মাষ্টার কমপ্লেক্স এর চতুর্থ তলায় ৬ টি ক্লাস রুম,১ টি সহকারী শিক্ষক মিলনায়তন রুম,১টি প্রধান শিক্ষকের রুম,১ অভিভাবক দের ওয়েটিং রুম বিশিষ্ট উচ্চ বিদ্যালয় টি প্রাথমিক ভাবে যাত্রা শুরু করে।
এম এ রশিদ মাস্টার উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলার কেবল স্কুলটিই নয় এম এ রশিদ মাস্টার কমপ্লেক্স ভবন টি সম্পূর্ণ আধুনিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।দশতলা বিশিষ্ট ভবন হওয়ায় আধুনিক ও সুসজ্জিত লিফটের ব্যাবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের খেলাধূলার জন্য ভবনের সামনে রয়েছে প্রশস্থ মাঠ। তাছাড়া স্কুলের ইনডোরে ছোট ছেলে-মেয়েদের জন্য রয়েছে নানাবিধ খেলার সামগ্রী। স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ রশিদ মাস্টার মূলত স্কুলটি গড়ে তুলেছেন এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। জানা যায়, পড়ালেখা করতে ইচ্ছুক সকল অসহায়, মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকেন এই স্কুলে।
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ সহ ১৬ জন বিশিষ্ট এক ঝাঁক , তরুণ, মেধাবী,কর্মঠ,প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। এম এ রশিদ মাষ্টার উচ্চ বিদ্যালয় টি ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ২০১৯ সালের মার্চে।
শিক্ষানূরাগী জনাব এম এ রশিদ মাষ্টার, উচ্চ বিদ্যালয়ের মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের সক্ষমতা তৈরি ও ডিজিটাল বিশ্বের জন্য প্রস্তুত করণে, ভবিষ্যত উন্নতি সু- নিশ্চিত করণে শতভাগ গুরুত্ব দিয়ে থাকে। স্কুলে ছাত্র-ছাত্রীরা শিশু শ্রেনী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে পারবে। ভর্তির সময় প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। সরাসরি বা অনলাইনেও ভর্তি হতে পারবে। আরো তথ্যে জানতে ও ভর্তি হতে,নক করুন
মোবাইল::০১৭৭৩-৯০২৮৮০/০১৬৩১-১৩৭২৪৬/
০১৫৭১-০২০৩৫৩/০১৯৫৭-৮৪৯৫৭০.
ই-মেইল:marhs2019@gmail.com.
Leave a Reply