নিজেস্ব প্রতিনিধি: আজ (৩১’মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। নাসিক ১০ নং ওয়ার্ডের তিনটি স্কুল গোদনাইল হাই স্কুল, চিত্তরঞ্জন কটস মিলস উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষায় পাশ করা সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা দিয়েছেন নাসিক ১০ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজ্বী ইফতেখার আলম খোকন।
কাউন্সিলর খোকন এক জন শিক্ষানুরাগি, শিক্ষিত পরিবারের ছেলে উনার বাবা ছিলেন এক জন ডাক্তার মা ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি সব সময় স্কুলগুলাকে আলাদা নজরদারিতে রাখতেন। স্কুলের উন্নয়নের জন্য ভাবেন এবং উন্নয়নের জন্য কাজ করেন।
তিনি বর্তমান খবরের প্রতিনিধিকে বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে আমি খুবই আনন্দিত আমার স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষায় ভাল করেছে আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। আর যারা ফেল করেছে তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছ দুঃখ পেওয়না মন খারাপ কর না। আবার নিজেকে প্রস্তুত কর আগামীতে ভাল করতে হবে।
আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা পরীক্ষার্থী তোমারা ভাল করে লেখা পড়া করো। তোমাদের জন্য শুভকামনা রহিল। তোমাদের কোন প্রকার সহযোগিতা লাগলে আমার কাছে চলে আসবে আমি আমার সাধ্যমত চেষ্টা করব তোমাদের সহযোগিতা করার। করোনার এ ভয়াবহতার সময় ঘরে থাক আর মনোযোগ সহকারে লেখা পড়া করো।
Leave a Reply