ষ্টাফ রিপোর্টঃ
রাজশাহী মোহনপুরে এসপির পরিচয় দিয়ে সার্জেন্টের কাছে গাড়ী ছাড়ার তদবিরের অভিযোগে রাসেল রহমান নামে এক প্রতারককে আটক করা হয়েছে। রাজশাহী-নওগাঁগামী মহাসড়কে সইপাড়া পান চত্তর পাকা রাস্তার কাছে চেকপোষ্ট ডিউটি করা কালে মোহনপুর ট্রাফিক শাখা সার্জেন্ট মামুন অর রশিদ, সঙ্গীয় ফোর্স অফিসার টিআই নজরুল ইসলাম, সার্জেন্ট আতিকুর রহমান ঢাকা মেট্রো-চ ১৫-০৭১১ রেজিস্ট্রেশনধারি মাইক্রোবাসটি তল্লাশিকালে আটক করে। মাইক্রোবাসের ড্রাইভার ফোন দিলে মোঃ রাসেল রহমান (৩৫) নামে এক প্রতারক নিজেকে বগুড়ার পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ সুপার বেলাল হোসাইন বুলবুল নামে পরিচয় দিয়ে চেকপোষ্টে কর্তব্যরত সার্জেন্টকে আটককৃত মাইক্রোবাসটি ছাড়ার ব্যবস্থা করো বলে মোবাইল ফোন করেন।
প্রতারক এর কথায় সন্দেহ হলে পুনঃরায় ড্রাইভারকে দিয়ে এসপি বেলাল হোসাইন বুলবুল স্যার এর নম্বরে ফোন দিয়ে তার সঠিক পরিচয় ও সরকারি মোবাইল নম্বর চাইলে প্রতারক মোঃ রাসেল রহমান বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন বন্ধ করে দেন।
পরবর্তীতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মামুন অর রশিদ বিষয়টি বগুড়া ইন পুলিশ সার্ভিস ট্রেনিং সেন্টারে কল করলে পুলিশ সুপার জানান গাড়ী ছাড়ার জন্য কোন ফোন করেননি।
অতপর মোবাইল লোকেশন ট্রেস করে প্রতারক রাসেল রহমানকে রাজশাহী-নওগাঁ রোড থেকে আটক করা হয়। আটককৃত রাসেল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে। সার্জেন্ট মামুন অর রশিদ বাদী হয়ে “রাসেল রহমান নিজেকে সরকারি কর্মচারী হিসাবে ভূয়া পরিচয়ে অপরের রুপ ধারনপূর্বক প্রতারণা অভিযোগে পেনাল কোড ১৭০/৪১৯ ধারায় মোহনপুর থানায় মামলা দায়ের করেন”। মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুর রহমান জানান- আসামী রাসেল রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply