সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন- শিল্পসচিব জাকিয়া সুলতানা। আড়াইহাজারে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১ আহত তিন জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত সড়কগুলোত সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী। কারিকুলাম ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করলেন আইজিপি ওসি শাহাদাত হোসেনকে পুরস্কার দিলেন আইজিপি তিনদিন পর সাগর থেকে জিবিত উদ্ধার ২৯ জেলে সাংবাদিক জিহাদ হোসেন এর আজ শুভ জন্মদিন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য ১০ অক্টোবর জাতিসংঘ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত আইজিপি’র অবসর আদমজীতে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে গাজী পুনরায় বহালের প্রতিবাদে মানববন্ধন,বড় আন্দোলনের হুশিয়ারী ১০ চাকার ডাম্পারে ক্ষতিগ্রস্ত সড়ক, প্রশাসনের দৃষ্টি কামনা পানিতে টইটম্বুর কাপ্তাই লেক শিক্ষা মন্ত্রণালয়কে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ ডোমারের জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন গাজীপুরে শিক্ষা ব্যুরো’র আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
এ পর্যন্ত আসতে ৫০টি মানুষকে দাফন করেছি শামীম ওসমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে

এ পর্যন্ত আসতে ৫০টি মানুষকে দাফন করেছি : শামীম ওসমান

বর্তমান খবর রিপোর্ট :  নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি সবার কাছে অনুরোধ করবো, একটা প্রজন্ম ছিল যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। 

 

আমরাও যারা ৭৫’র পর রাজনীতি করতে এসেছি আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ একটু অন্য রকমভাবে নিতে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একটা কথাই স্পষ্টভাবে বলেছিলেন, আইনের শাসনের মাধ্যমেই এই হত্যার বিচার হবে।

 

২১’শে আগস্টের ঘটনা যদি ঘটে যেত, নেত্রী যদি বেঁচে না থাকতো তাহলে অনেকেই জেলে থাকতো। আজ চারিদিকে দেখছি শুধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। ১৯৭৯ থেকে এ পর্যন্ত আসতে গিয়ে এই হাত দিয়ে ৫০টি মানুষকে দাফন করে ফেলেছি।

 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায়  নারায়ণগঞ্জ ক্লাব মাঠ প্রাঙ্গণে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নারায়ণগঞ্জ ক্লাবের সহযোগিতায় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আসলাম।

 

অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ডা.একেএম শফিউল আলম ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর ইউএনও নাহিদা বারিক, ক্রীড়া সংস্থার সহসভাপতি কে.ইউ.আকসির ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, না.গঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, সদস্য রবিউল হোসেন, মাহমুদা ইকবাল, সিরাজ উদ্দিন আহমেদ,জাকির হোসেন শাহিন, গৌতম কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়াসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ফাইনাল খেলায় অফিসার্স ক্লাব ঢাকা সবুজকে হারিয়ে পাবনা স্যামসন এইচ  চৌধুরী টেনিস কমপ্লেক্স বিজয়ী হয়।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবন্দসহ সকলকে নিয়ে আমরা কাজ করি। সরকারের প্রয়োজনে আমরা কাজ করি। দেশের যেকোনো প্রয়োজনে আমরা কাজ করতে চাই। বঙ্গবন্ধু চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’

 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রো একটি কথা বলেছিলেন যে, তিনি কখনো হিমালয় দেখেনি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছেন।

 

বঙ্গবন্ধুকে দেখেই তিনি হিমালয়ের বিশালতা অনুভব করেছেন। এবং এর মাধ্যমেই তার হিমালয় দেখা হয়ে গিয়েছে। এই ধরনের একটি উক্তি যদি কেউ কারো সম্পর্কে করে তাহলেই বোঝা যায় যে, তারা ব্যক্তিত্ব কতো বড় ছিলো।

 

তার এক আঙ্গুলের ইশারায় বাংলাদেশের কোটি কোটি মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে এই টেনিস খেলার আয়োজন। এর আয়োজনের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।’

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘শত ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ। শত সংগ্রামের শহর নারায়ণগঞ্জ। আজ এই শহরে সবাই মিলে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দেয়ার কাজ শুরু করেছি।

 

আজকে এখানে এসেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি একেএম শামীম ওসমান যার রক্তে একেএম শামসুজ্জোহার রক্ত প্রবাহিত। যেই একেএম শামসুজ্জোহা নারায়ণগঞ্জে ছিলো বলেই বঙ্গবন্ধু বারবার নারায়ণগঞ্জে চলে এসেছেন।

 

এতে এখানে রাজনৈতিক সূতিকাগার তৈরী হয়েছে। এই নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশকে সব সবকিছুতেই সাপোর্ট দিয়েছে।’

সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


Bartoman Khobar ads
Bartoman Khobar ads