মোঃ শাহিন রেজা:
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনকে পুরস্কার দিলেন আইজিপি । রাজবাড়ী জেলার রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক ০১ টি ওয়ান শুটার গান, ০১টি পিতলের তৈরি কার্তুজের পিছনের অংশ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লক্ষ্মীকোল কালিবাড়ি এলাকা থেকে ০১ জনকে গ্রেফতার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় মাননীয় আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্স মিলনায়তনে সম্মাননা পুরস্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এই ধরনের পুরস্কার নিশ্চয় রাজবাড়ী সদর থানা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে। তিনি রাজবাড়ী সদর থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহোদয় ও রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ কে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।
Leave a Reply