ষ্টাফ রিপোর্টঃ
হাজী ইফতেখার আলম খোকন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক, কিছুদিন পূর্বে তিনি নিয়মিত শারীরিক চেক-আপ করার উদ্যেশে ভারতের চেন্নই এস আর এম মেডিকেল ইনিসটিটিউট এ যান। নিয়মিত চেক-আপে তিনি তার শারীরিক কিছু সমস্যার কথা জানতে পেরে এবং ডাক্তারদের সাথে আলাপ করে সমস্যা দুরিকরনে অপারেশনের সিদ্ধান্ত নেয় এবং গত ২৯ অক্টোবর নিজের ফেইসবুক আইডিতে তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে লিখেন- “আমার জন্য দোয়া করবেন,, আমার ভুলগুলো ক্ষমাসুন্দর চোখে দেখবেন, আমাকে মাফ করে দিবেন, ইফতেখার আলম খোকন কাউন্সিলর 10 নং ওয়ার্ড, আমার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাইছি।”
শুক্রবার( ২৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫ ঘটিকায় কাউন্সিলর ইফতেখার আলম খোকনকে চেন্নাই হাসপাতলের অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সফল অস্র পাচারের পর তিনি এখন ভাল আছেন। তার হার্টে ৩ টি রিং বসানো হয় বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করে। অপারেশনের পর অনেকটা সুস্থ্য হয়ে কাউন্সিলর খোকন তার আরেক বার্তায় জানান- “আলহামদুলিল্লাহ “ ,আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর দোয়ায় এবং 10 নং ওয়ার্ডবাসীর ।সকলের দোয়ায় আমার এত বড় মেজর অপারেশন আল্লাহর দোয়ায় ,মানুষের দোয়ায় সবার দোয়ায় আমার অপারেশন টা অনেক ভালো মতন হয়েছে ।আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় আল্লাহ যদি সুস্থ রাখে কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে আমার প্রাণের 10 নং ওয়ার্ডবাসীর কাছে আমি ফিরে আসবো ।”আলহামদুলিল্লাহ “ !
এদিকে নাসিক-১০ নং ওয়ার্ডের সবত্র এলাকাবাসী, আরামবাগ সমাজসহ ওয়ার্ডের প্রতিটি সমাজের পক্ষ থেকে মসজিদগুলোতে মিলাদ ও দোয়া, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক নেত্রীবৃন্দু, সামাজিক সংগঠন, ক্রিয়া সংগঠন, বাজার কমিটি ও ক্লাব পর্যায়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হচ্ছে। এছাড়াও কাউন্সিলর খোকনের জন্য এলাকার মহিলারাও আলাদা আলাদা দোয়ার আয়োজন করেন, তিনি যেন সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসেন।
“বর্তমান খবর” এর পক্ষ থেকে নাসিক-১০ নং ওয়ার্ডে সরেজমিনে গেলে জনগণ বলেন- ২০১৬ সালের নারায়নগঞ্জ সিটি নির্বাচনের ১০ নং ওয়ার্ডবাসী তাদের ভালবাসার ও যোগ্য প্রার্থী হাজি ইফতেখার আলম খোকন কে বিপুল ব্যবধানে বিজয়ী করেন। বিজয়ী হয়ে তিনি জনগনের ভালবাসার প্রতিদান দেওয়া শুরু করে তা এখন পর্যন্ত চলমান। আমরা ওয়ার্ডবাসী সিটি করর্পোরেশন পদত্ত সেবা পাওয়ার জন্য তার কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে এমন ঘটনা দুর্লভ। তার থেকেও বড় কথা যেগুলো কাউন্সিলর হিসাবে তার কাজ না বা যে সকল সেবা সিটি কর্পোরেশন দেয় না, এমন সেবা ও তার কাছে চাওয়া হয়েছে বেশি । তখন সে বিরক্ত না হয়ে ধর্য্য ধরে আগে সমস্য শুনেছে তার পর তার সাধ্য অনুযায়ী সমধান এর চেষ্টা করেছেন। রাত আর দিন কখনই নিদিষ্ট সময় হলে তিনি সেবা দিবেন এমন শর্ত দেননি। যে কোন লোক যে কোন সময় তাকে পাশে পেয়েছে। একমাত্র মানবকল্যাণে নিবেদিত ব্যাক্তিই এই ভাবে সেবা দিতে পারে। যুবক, তরূন ও শিশুদের নিয়ে তার বিশেষ একটা ভালবাসা আছে। বয়সের পার্থক্য থাকলেও তিনি কিভাবে যেন সবার সাথে মিশে যেতে পারেন। তাকে ধর্মীয় অনুষ্ঠান, খেলা-ধুলা বা সাংর্স্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ করলে তা গ্রহন করেন তার সাথে সকল ধরনের সহযোগীতা ও করেন। আল্লাহ্ তাকে সুস্থ রাখুক আর দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসার তৈফিক দিক। তিনি আমাদের ভালবাসার প্রতিদান দিয়েছেন। নাগিরক সেবা ও উন্নয়ন কর্মক্রম অব্যাহত রাখতে সফল এই কাউন্সিলর হাজি ইফতেখার আলম খোকন ভাই কে ১০ নং ওয়ার্ডবাসী পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
Leave a Reply