- প্রচ্ছদ
- বিনোদন
- কমেডিয়ান রোবট নিয়ে ঈদ মাতাতে আসছে প্রহর
- প্রকাশিতঃ জুলাই, ২৯, ২০২০, ৩:০৫ অপরাহ্ণ
-
২১৫ বার দেখা হয়েছে
প্রাচ্যের ড্যান্ডি ক্ষ্যাত নারায়ণগঞ্জের ছেলে কাউসার সরকার প্রহর। অভিনয় যার ধ্যান সাধনা। এবারের ঈদে নতুন নাটক নিয়ে আসছে প্রহর। একুশে (ই টিভি) টিভিতে প্রচারিত হবে অভিনেতা কাউসার সরকার প্রহর অভিনীত নাটক কমেডিয়ান রোবট।স্বপ্নধারা নিবেদিত অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় একুশে টিভিতে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক কমেডিয়ান রোবট। দর্শকশ্রোতারা একুশে টিভিতে এই নাটকটি দেখতে পাবেন ঈদের ৩য় দিন রাত ৮ টায়। নাটকটি দেখানো হবে বোনাফাইট মশারির সৌজন্যে।
ঢাকা থিয়েটার মঞ্চ থেকে ২০০৯ সালে হাটি হাটি পা পা করে অভিনেতা কাউসার সরকার প্রহরের অভিনয় জীবন শুরু। এড এশিয়ার সেলিম রেজার হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু প্রহরের। গুরু সেলিম রেজার অনেক কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করেন প্রহর। প্রহর বর্তমানে অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য।

বর্তমান খবর প্রতিনিধিকে একান্ত আলাপচারিতায় অভিনয় শিল্পী কাউসার সরকার প্রহর বলেন শুরু থেকে এযাবৎ প্রায় ১০/১২ টি এ্যাডের কাজ করেছি এক পর্বের নাটক করেছি প্রায় এক শতকের উপরে বেশ কতগুলো ধারাবাহিক নাটকেও কাজ করেছি। দর্শক শ্রোতাদের উদ্ধ্যেশে প্রহর বলেন যতদিন দর্শক আমাকে ভালোবাসবে আমার কাজকে ভালোবাসবে ততদিন আমি এভাবেই কাজ করতে চাই। দর্শকের এই ভালোবাসাই আমার প্রেরণা। আমি এভাবেই দর্শকের মনে জায়গা করে নিতে চাই, মৃত্যুর পরেও থাকতে চাই তাদের হৃদয়ে। বর্তমানে করোনা ভাইরাসে দেশ বিপর্যস্ত। দর্শকশ্রোতা আমাদের হেরে গেলে চলবে না, আমারই জয় করব এই করোনা মহামারিকে। তাই আসুন আমারা সবাই মাক্স ব্যাবহার করি, বার বার সাবান দিয়ে হাত ধুই, স্বাস্থ্যবিধি মেনে চলি সামাজিক দুরত্ব বজায় রাখি। পরিবারের সবাইকে নিয়ে আমার নাটক দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এ বিভাগের আরও খবর...।
Leave a Reply