বিশেষ সংবাদদাতা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
এ নিয়ে করোনায় জনতা ব্যাংকের তিন কর্মকর্তার মৃত্যু হলো।
এ বিষয়ে জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলী জ্বর অনুভব করেন। তার অ্যাজমা ও উচ্চ রক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্তু ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের। তাদের মধ্যে সোনালী ব্যাংকের ছয়জন, রূপালী ব্যাংকের দুজন, দি সিটি ব্যাংকের তিনজন, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার একজন, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার একজন, জনতা ব্যাংকের তিনজন, ন্যাশনাল ব্যাংকের একজন, অগ্রণী ব্যাংকের একজন ও ডাচ্-বাংলা ব্যাংকের দুজন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন রয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের একজন এবং এক্সিম ব্যাংকের একজন কর্মকর্তাও এ তালিকায় রয়েছেন।
Leave a Reply