স্টাফ রিপোর্ট: স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক অধ্যাপক ডা. আয়শা আক্তার বলেছেন, করোনা পজেটিভ অনেক রোগী আছে যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিজেকে এক রুমে আবদ্ধ রাখা, কারো সঙ্গে মিশতে পারবে না। সম্ভব হলে আলাদা বাথরুম ব্যবহার করা। খাবারটা যিনি দিবেন, তিনি অবশ্যই মাস্ক পরে নিবেন। জানালা বা দরজার নিচ দিয়েও দেওয়া যেতে পারে।
তিনি বলেন, করোনা শনাক্ত ব্যক্তি ৭ দিন পর আবার পরীক্ষা করতে হবে। যদি নেগেটিভ আসে, ২৪ ঘণ্টা পর তিনি আবার পরীক্ষা করবেন। তখন যদি আবারও নেগেটিভ আসে, তবুও তিনি ৭ দিন বাসায় আলাদা থাকবে এবং মাস্ক ব্যবহার বাধতামূলক।
ডা.আয়শা আক্তার বলেন, বাসায় থাকা রোগীদের জন্য হট লাইন সেবা ২৫ ঘণ্টা চালু আছে। এছাড়া ফোনেও আমরা চিকিৎসা দিচ্ছি।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির জ্বর যদি ১০২ এর মধ্যে হয়। তাহলে তাকে সকালে, দুপুরে, বিকালে ও রাতে প্যারাসিটামল খেতে হবে। যদি কাশি থাকে সকালে ও রাতে এককটা করে এজিথ্রোমাইসিন খাবে।
স্বাস্থ্য অধিপ্তরের এ কর্মকর্তা জানান, যারা বাসায় আছেন মাস্ক পরবেন এবং ৬ ফুট দূরত্বে থাকবেন। অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না, বাসার যদি কারো জ্বর সর্দি-কাশি জনিত সমস্যায় দেখাদেয় তাহলে অবশ্যই পরীক্ষাটা করে নিশ্চিত হবেন।
ডা.আয়শা আক্তার আরো বলেন, আমরা সবসময় বলে থাকি গরম পানি খাওয়ার বা গরগর করে কুলি করা। আদা বা লেবুর চা, মধু ইত্যাদি খেতে পারেন তাতে কিন্তু অনেকটা সুস্থ্য থাকা যেতে পারে।
Leave a Reply