নিজেস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেনা খান নামে একজন গাইনি ডাক্তার মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের খানপুর হাসপাতালে আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম জানান, আমেনা খান করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুপুরে।
স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু জানান, আমেনা ভালো একজন ডাক্তার ছিলেন। তার নামে ক্লিনিকও রয়েছেন সেখানে তিনি গাইনি বিভাগের চিকিৎসা করতেন। দুপুরে মারা গেছেন তিনি ঢাকা মেডিক্যালে, তার লাশ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।
Leave a Reply