বর্তমান খবর স্টাফ রিপোর্ট: ”করোনা ভাইরাসের এই মুসিবত থেকে প্রধানমন্ত্রীর বাবা বাঁচাইতে পারবে না” বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর ও শহরের ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
তিনি বলেন, ওইদিন বসে বসে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনলাম। প্রায় পঁচিশ মিনিট ভাষণ দিলেন তিনি। ওইদিন ভাষণে ওনার বাবার প্রশংসা যা করেছেন তার একশ ভাগের একভাগও যদি আল্লাহর প্রশংসা করতেন তাহলে এই করোনা নামের মুসিবত আল্লাহ সরিয়ে নিতেন। অপেক্ষায় ছিলাম এই মনে হয় আল্লাহর কথা বলবেন। পঁচিশ মিনিট ভাষণের শেষের দিকে তিনি বলছেন, এই অবস্থা থেকে আমরা উত্তরণ হবো, ইনশাআল্লাহ। উত্তরণ হবো বলছে, উত্তরণ করবেন আল্লাহ এটাও বলে নাই।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের ডিআইটি মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আউয়াল বলেন, আশা করছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে এই জাতি খুশি হয়ে যাবে। উনি শুধু ওনার বাবার গুণগানই গাচ্ছে। আরে উনি তো আছেই, মুসিবত থেকে ওনার বাবা বাঁচাইতে পারবো না। বাঁচাইতে পারবে একমাত্র আল্লাহ। প্রধানমন্ত্রী আমাদের ভাষণের মধ্যে কিছু দিতে পারলেন না।
তিনি আরও বলেন, আমাদের দুঃখ বলার জায়গা নাই কোথাও। আমরা তো একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের অধীনে আছি। যিনি তাহাজ্জুত পড়েন, কোরআন পড়েন বলা হচ্ছে। তার তো এই মুহুর্তে কথায় কথায় আল্লাহর উপরে আস্থা হবে বলে আমরা মনে করেছি। কিন্তু আফসোসের বিষয় এখন পর্যন্ত আল্লাহকে বুঝতে তাকে আরও গভীরে যেতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হেফাজতে ইসলামের এই নেতা বলেন, যত ক্ষমতা আপনি রাষ্ট্রপ্রধানের কাছে আছে সব একসাথে আমার আল্লাহপাকের সামনে মোকাবেলায় যান। আল্লাহপাকের একটা সেকেন্ড লাগবে মোকাবেলা করতে। পুরো জাতিকে তার (প্রধানমন্ত্রীর) বলা উচিত ছিল, আসুন দেশবাসী আমরা সরল মনে আল্লাহপাকের কাছে তওবা করে গুনার ব্যাপারে মাফ চাই। আল্লাহ যেন আমাদের উদ্ধার করেন, এই কথাটা বারবার বলা উচিত ছিল। উনি একজন রাষ্ট্রপ্রধান, আমরা ওনার কাছে এটা আশা করেছিলাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে আব্দুল আউয়াল বলেন, ওনার সেতুমন্ত্রীর কথা শুনলে শরীরের পশম পড়ে যেতে মন চায়। তোমরা ক্ষমতার মসনদে বসে পঁচা কথা বলার কারণে আল্লাহ পাক গোসসা হয়ে যান বেশি। তুমি সেতুমন্ত্রী, তুমি রাস্তাঘাট ঠিক করো। তোমার জান্নাতে যাবার রাস্তাটা ব্যাকা হইয়া রইছে। মানুষরে কী সেতু দিয়ে পার করবা, তোমার গাড়িই তো আটকাইয়া রইছে। তোমার ভাষা নাস্তিকের মত ভাষা। নাস্তিকদের সাথে চলতে চলতে ওনারাও এই লাইনের হয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমীর আরও বলেন, আমরা মাজারওয়ালাদের কাছে, পীরের পায়ে পড়ে, মূর্তির কাছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে আশ্রয় চাই। এই সবগুলি শয়তানের অংশ। মানুষের বিশ্বাস মজবুত করার জন্য কোরআনের আয়াতগুলোর সাথে আমাদের অবস্থান মেলাতে হবে।
আব্দুল আউয়াল বলেন, ধর্ম বলতে তো কিছুই না। ধর্ম বলতে একমাত্র দ্বীন আল্লাহপাক। এখন অনেক ধর্মের নামে সমাজে নিজেকে পরিচয় দিচ্ছেন, আমার আল্লাহ এই ধর্মের উপরে রাজি না। আমার আল্লাহ একমাত্র ধর্ম মনোনয়ন করেছেন ইসলামকে।
Leave a Reply