সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: করোনার ভয়াবহ রোধে লকডাউন দেয়া হয় সমগ্র বাংলাদেশে যাহার কারনে মানুষ হয়ে পরে কর্ম হীন। দেখা দেয় খাদ্য অভাব, সে সময় অসহায়ের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে পাশে দাড়ায় আওয়ামীলীগ নেতা ও নাসিক ১০ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন।
পাঠানটুলি, আজিম মার্কেট,মাঝিপাড়া, জেলেপাড়া, লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন, আরামবাগ, বিজেএমসি,মীরপাড়া,বাগপাড়া এলাকা নিয়ে নাসিক ১০ নং ওয়ার্ড।প্রতিটি এরাকায় নিরন্তন ছুটে চলেছেন মানুষের কাছে, জানতেছেন সবার সমস্যার কথা এবং সাধ্য মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
প্রধান মান্ত্রির ত্রান তহবিল, সিটি কর্পোরেশন থেকে পাওয়া ত্রান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামিম ওসমান, নসিম ওসমান ফাউন্ডেশন, আজমীর ওসমান, অয়ন ওসমানের কাছ থেকে পওয়া ত্রান সহ নিজের ব্যক্তিগত অর্থায়নে এপর্যন্ত প্রায় ৫০০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন, সাথে দিয়েছেন ভিজিএফ কার্ড ও কিউআর কার্ড।
কাউন্সিলর খোকন বর্তমান খবরের প্রতিনিধি কে বলেন,আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য, সমাজের ধনী শ্রেনীর লোকদের, বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের আহবান করেছি তারা যাতে তাদের তহবিল হতে ১০ নং ওয়ার্ডের মানুষের পাশে দাড়ান। তারা অনেকেই আমার আহবানে সাড়া দিয়েছেন এবং সহযোগিতা করেছেন।আরো সহযোগিতা করেছেন জাতীয় দলের ফুটবলার অপু বর্মন।
বিভিন্ন জায়গা থেকে পাওয়া ত্রান আমি নিজে থেকে দেয়ার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বেচ্ছা সেবী বন্ধু ,ছোট ভাই সহ এলাকার গন্যমান্য নেতা কর্মীদের প্রতি। আরো কৃতজ্ঞ থাকব ১০,১১,১২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিনোয়ারা মিনু আপার কাছে।
তিনি আরো বলেন, আমাকে কাজে সহযোগিতা করেছে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হাজ্বী মনির হোসেন মাতবর, জাকির হোসেন, জসিম উদ্দিন, ইসহাক মাদবর, আনিস সিকদার এবং স্বেচ্ছাসেবী মোঃ মাইনুদ্দিন, সোহেল,মামুন, ছোট খোকন, নাজিম, রায়হান, সাজান, রাব্বি, সুমন মাদবর, মনি মাদবর, আরিফ হোসেন ভুট্রু সহ আরো অনেকে।
তিনি আরো বলেন, সকলের কাছে আমার অনুরোধ সবাই সামাজিক দুরত্ব বজায় রাখুন, এবং সাবধানে থাকুন।
Leave a Reply