সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: করোনা মহামারির কারণে পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশ ও সামাজিক অর্থনৈতিক ভাবে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় সামাজিক অনেক উন্নয়নমূলক কাজ ও বন্ধ হয়ে আছে। করোনার এই মহামারিতে বন্ধুর মতো আপন হয়ে নানাভাবে মানুষের পাশে থাকার পাশাপাশি সমানভাবে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন কাউন্সিলর খোকন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে ওয়াসার ব্যবহৃত পানির লাইনটি দির্ঘ দিনের পুরনো তাই লাইনটি প্রায়ই ডেমেজ হয়ে গেছে। তাছাড়াও যত্রতত্র অপরিকল্পিত ভাবে লাইনটি থেকে পানির সংযোগ নেয়ার কারণে অনেক জায়গায় পাইপ লাইন ফুটো হয়ে গেছে। এই সমস্ত ফুটো দিয়ে পানি বের হয়ে রাস্তার মাটি সরে গিয়ে রাস্তা ভেঙ্গে যাচ্ছে পাশাপাশি এলাকার জনগণের জন্য পানির সরবরাহে ঘাটতি হচ্ছে।
পানির এই সমস্যা লাগবে ও রমজানের এই সময়ে এলাকার জনগণের পানির দুর্ভোগ কমাতে কাউন্সিলর হাজ্বী ইফতেখার আলম খোকন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
বর্তমান খবর প্রতিনিধির সাথে আলাপচারিতায় নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী ইফতেখার আলম খোকন বলেন এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে তাদের সেবা করার জন্য তাদের সামাজিক ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য। আমার ওয়ার্ডে আরামবাগ পানির পাম্পটি অনেক দিনের পুরনো এলাকার জনগণের চাহিদার তুলনায় যথেষ্ট না। তাই আমি মাননীয় মেয়র মহদয়ের কাছে আরও কয়েকটি পনির ছোট পাম্পের জন্য আবেদন করেছি বেশ কিছু পাম্প বসানো হয়েছে।
কিছু কিছু জায়গায় পানির লাইনে সমস্যা হওয়ায় রাস্তা ভেঙ্গে যাচ্ছিল ও পানির সরবরাহ কমে ছিল। এখন করোনা পরিস্থিতির কারণে সবকিছুই অনেকটা স্থবির তাই বলে আমার এলাকার জনগণতো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে না। মেয়র সাহেবের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য মিস্ত্রি নিয়ে কাজ করছি। এলাকায় পানির সমস্যা সমাধানে প্রয়োজনে আরও পান পানির পাম্প বসানোর ব্যবস্থা করব।
আমার এলাকার জনগণের পাশে যেন সুখে দুঃখে সব সময় পাশে থাকতে পারি আল্লাহর কাছে প্রার্থনা এই। আপনারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন সামাজিক দুরত্ব বজায় রাখবেন
Leave a Reply