স্টাফ রিপোর্ট: নারায়ণগঞ্জে ৭ জুন রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৫০০ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনকে শনাক্ত করা হয়েছে। তবে নতুন কোনো মৃত্যু নেই। সেই সাথে নতুন কেউ সুস্থ নেই।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ২৪ ঘণ্টায় রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত ১০২ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি। নতুন কেউ সুস্থ হয়নি। এ নিয়ে জেলায় ১৫ হাজার ৩৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৮৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৯১০ জন।
শনিবার ৬ জুন সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় শনাক্ত ছিলেন ৩ হাজার ৩৯৮ জন।
৭ জুন সকাল ৮টা পর্যন্ত পুরো জেলার পরিসংখ্যান – নারায়ণগঞ্জ সিটি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় (করোনা হাসপাতাল সহ) গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কারো মৃত্যু ঘটেনি। নতুন কেউ সুস্থ হয়নি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৫৬৯ জনের যার মধ্যে ১২৯৫ জনের করোনা পজেটিভ। ৫৩ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৫১৩ জন।
নারায়ণগঞ্জ সদর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) গত ২৪ ঘণ্টায় কারো নমুনা সংগ্রহ করা হয়নি। নতুন করে ১৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন কেউ সুস্থ হননি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৩৫০২ জনের যার মধ্যে ৯৯০ জনের করোনা পজেটিভ। ১৮ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ২৯৩ জন।
আড়াইহাজার
করোনায় আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘণ্টায় কারো নমুনা সংগ্রহ করা হয়নি। নতুন করে ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন কেউ সুস্থ হননি। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৫৫১ জনের যার মধ্যে ২৮৮ জনের করোনা পজেটিভ। ২ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৪৭ জন।
রূপগঞ্জ
রূপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৫০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। নতুন কেউ সুস্থ হননি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয় ৩৮২০ জনের যার মধ্যে ৫৩৯ জনের করোনা পজেটিভ। করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়েছেন ১০ জন।
সোনারগাঁও
সোনারগাঁও উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে নতুন করে কারও করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। সেই সাথে নতুন করে কেউ সুস্থ হননি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ১১৬৫ জনের যার মধ্যে ২৮৫ জনের করোনা পজেটিভ। ৮ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ২৮ জন।
বন্দর উপজেলা
বন্দর উপজেলায় গত ২৪ ঘণ্টায় কারো নমুনা সংগ্রহ করা হয়নি। নতুন করে ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। নতুন কেউ সুস্থ হননি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৭৬১ জনের যার মধ্যে ১০৩ জনের করোনা পজেটিভ। ২ জনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন ১৯ জন।
Leave a Reply