ডেস্ক রিপোর্টঃ
দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময়.কমের নারায়ণগঞ্জ প্রতিনিধি মন্জুর আহমেদ অনিক (৩৮) শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঞ্জুর আহমেদ অনিক সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি দক্ষিণ আইলপাড়া এলাকার বাসিন্দা।
অনিকের পরিবার সূত্র জানা য়ায়- শুক্রবার রাত সাড়ে ১২ টায় হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনিকের সহকর্মীদের কাছ থেকে জানা যায়- আজ বিকেলেও অনিক সংবাদ সংগ্রহের জন্য ব্যস্ত ছিল এবং সাময়ীক শরীর খারাপ বোধ করেন তিনি।
শনিবার (৮ মে) সকাল ১১ টায় পাঠানটুলী এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলের নিকট মরহুম এই কলমযোদ্ধার জন্য দোয়া কামনা করছি।
Leave a Reply