সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সহ সারা বিশ্বের আজ করোনা ভাইরাসের ভয়াল থাবায় জর্জরিত। বর্তমান ভাইরাসের কোন প্রতিষেধক নেই তাই বিশ্বব্যাপী এই ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার প্রতি জোর দিয়েছে। বাংলাদেশে ও এ ভয়াল থাবায় কেড়ে নিয়েছে ২০ টি তাজা প্রাণ, আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এ ভয়াল থাবা কে প্রতি হত করতে বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন জায়গা লকডাউন করেছেন।
এই লকডাউনের পরিপ্রেক্ষিতে খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলি হয়ে পড়েছে কর্মহীন। দেখা দিয়েছে খাদ্য অভাব চরম ভাবে। সরকারের পাশাপাশি অনেক উদার মনের মানুষ এই দুর্ভোগ সময় এই সমস্ত অভাবী মানুষের পাশে নানারকম সাহায্য-সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়পার্টি কাজী মহসিন নিজস্ব অর্থায়নে নাসিক ৮ নং ওয়ার্ডের কিছু মহল্লার প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।কাজী মহসীন বলেন সরকার ব্যপক ত্রাণ পাঠিয়েছেন জনগনের জন্য, দায়িত্ব দিয়েছেন জন প্রতিনিধি ও দলীয় নেতাদের। আমি বিভিন্ন পত্রপত্রিকায় ও বিভিন্ন খবরে এবং সামাজিক প্রচারের মাধ্যমে মানুষ ঠিকমত ত্রান পাচ্ছে না। কিছু কিছু জায়গায় শুনতে পাই ত্রাণের চাল আত্মসাত করা হচ্ছে। দুঃখ হয় এ সব কথা শুনলে।
আমি শুনেছি ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা হত দরিদ্র যেমন রিক্সা চালক, হকার ও নিন্ম আয়ের মানুষদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। তার পরও কিছু কিছু পরিবার বাদ পরে যাচ্ছে তারা মধ্যবিত্ত পরিবারের তারা কারো কাছে হাত পাততে পারে না কাউকে কিছু বলতেও পারে না নীরবে কষ্ট সহ্য করে। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ তারা সহ্য ও করতে পারতেছে না। আমি সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আছি আমার কাছে অনেক মানুষ আসে সহযোগিতার জন্য।
কিন্তু সরকারি ভাবে আমার কাছে এখনো পর্যন্ত কোন সহযোগিতা আসেনি তাই তাদেরকে আমি কোন সরকারি সহযোগিতা এখনো পর্যন্ত করতে পারিনি।আমার কাছে সরকারিভাবে কোনো সহযোগিতা না আসার কারণে তাদেরকে আমি মনের মত বা তাদের প্রয়োজন মত কোন ধরনের সহযোগিতা করতে পারিনি এজন্য আমার নিজ অর্থায়নে যতটুকু আমার সামর্থ্য মধ্যে আছে ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি।
তাই এই মধ্যবিত্ত পরিবার গুলো ঘুরে ঘুরে এসমস্ত পরিবারগুলির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি ।দেশবাসী সবার প্রতি আমার অনুরোধ আপনারা প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না নিজের পরিবারের সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করবে ইনশাল্লাহ।
Leave a Reply