মনির হোসেন
বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এশিয়ান হাইওয়েতে ৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা পোনে ১২ টার সময় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসরাত জাহান তানহা (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাচ জন, আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মদনপুর এশিয়ান হাইওয়ে সড়কের আন্দিপাড় বাইতুন নূর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী রূপগঞ্জ মুড়াপাড়া মাছিমপুর এলাকার ফারুক ভুইয়ার মেয়ে। সে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পোনে ১২ টার দিকে বন্দর উপজেলার মদনপুর ঢাকা- সিলেট এশিয়ান হাইওয়ে সড়কের আন্দিরপাড় বাইতুন নূর জামে মসজিদের সামনে কাভার্ডভ্যান রেজিঃ নং ঢাকা (মেট্রো-ট-৮২-০১১২) দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে আসছিল, বিপরীত দিক থেকে আগত সিএনজি নং ঢাকা-থ-১১-৪২৬৯ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সিটকে সড়কের পাশে পরে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তানহা নিহত হন। আহতদেরকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে এর আগেই কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি।
Leave a Reply