নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঈদুল আযহা উপলক্ষ্যে সিটিতে অস্থায়ী ভাবে ৭টি হাট বসার অনুমতি দিয়েছে। নাসিক ০৬ নংওয়ার্ডের এস ও রোডের বটতলা চৌরাস্তা বালুর মাঠ হাটটি তার একটি। কিছু পত্রিকায় এই হাটটি অনুমতি ছাড়া রেলওয়ে জায়গায় বসানো হয়েছে এই প্রতিবেদন প্রকাশ পায়। কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে হাট বন্ধ করার পায়তারা করছে বলেন হাট পরিচালনা কমিটি।
নাসিক থেকে এবার এই হাটের ইজারা পান নাসিক ০৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহচর আতাউর রহমান। ইজারাদার আতাউর রহমান এলাকার সবাইকে নিয়ে শেয়ার ভিত্তিতে এই হাট পরিচালনা করছেন।
বর্তমান খবর প্রতিনিধি সরেজমিনে গেলে হাট পরিচালনা কমিটির সদস্যরা বলেন আতাউর ভাই সাবেক কাউন্সিলরের ঘনিষ্ঠ সহযোগী। এছাড়াও কিছু কিছু লোক হাটের জন্য সিটি কর্পোরেশনে টেন্ডার জমা দিয়েছেন কিন্তু টেন্ডার পাননি। তাই এই ধরনের কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে হাট বন্ধ করার জন্য নানাভাবে পায়তারা করছে। সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে আমরা এই হাট পরিচালনা করছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিক্রির জন্য গরু এসেছে। এই হাট চলবে ইনশাআল্লাহ। সকল সন্মানিত ক্রেতা সাধারণকে এই হাট থেকে আপনার কোরবানির গরু ছাগল কেনার আমন্ত্রণ জানাই। আপনারা আমাদের এই হাটে আসুন এবং সুলভ মূল্যে এখান থেকে আপনার কোরবানির পশু কিনুন।
Leave a Reply