শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নতি করতে পারে না, তাই যে কোন দেশের মূল ভিত্তি গড়ে তুলতে তৃনমূল থেকে শিক্ষার শেকড়টাকে মজবুত করতে হয়। করোনা ভাাইরাসের প্রভাবে বাংলাদেশসহ সারা বিশ্ব আজ বিপর্যস্থ। এমতাবস্থায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু করার উদ্যোগ গ্রহন করা হয়েছে যা নি:সন্দেহে প্রশংসনীয়্।
বর্তমানে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্থানীয় পর্যায়ে চালুর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে যা প্রশংসনীয় কিন্তু বিভিন্ন্ স্কুলে ছাত্র ছাত্রীদের কাছ থেকে স্কুলের বেতন ও পরীক্ষার ফি বাবদ মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে।
বর্তমান খবরের পক্ষ থেকে সরেজমিনে জানা যায়, নারায়নগঞ্জ জেলার কিছু স্কুলে ছাত্র ছাত্রীদের বাসায়ঁ পরিক্ষা নেয়ার আয়োজন করা হবে তবে এর আগে স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী বেতন ও পরিক্ষা ফিস দিতে হবে। বর্তমান শিক্ষাবর্ষ ৮ মাাস চলমান। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধেক বেতন মওকুফ করা হবে, কোন প্রতিষ্ঠানে পুরো বেতন মওকুফ করা হবে, কোথাও কোন বেতন মওকুুফ করা হবে না। এমতাবস্থায় অভিভাবকগন সিদ্ধান্তহীনতায় আছেন তারা কি করবেন ? করোনা পরিস্থিতি বিবেচনা করে আভিভাবক মহল জেলার শিক্ষা অফিস, মাননীয় সাংসদ, সিটি মেয়র ও জেলা প্রশাসকের সুদৃৃষ্টি ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত কামনা করেন।
Leave a Reply