সূর্য রশ্মিতে রাতের ঘন আঁধার মুছে গিয়ে যেমন বিশ্ব চরাচর আলোকিত করে ফুটে ওঠে স্নিগ্ধ ভোর, ঠিক তেমনি সকল আলোর উৎস সৃষ্টিকুলের মূল নূরে মোহাম্মদী (সাঃ) উদ্ভাসিত হয়ে ওঠেন। তাঁর শুভাগমনে দূরীভূত হয় সৃষ্টি জগতের যত কুসংস্কার, অনাচার, অন্যায়, অত্যাচার, অন্ধকার। পাপের সাগরে নিমজ্জিত মানুষকে হেদায়েতের পথে তুলে নেওয়ার জন্য কাল পরিক্রমায় আল্লাহতায়ালা যুগে যুগে নবী-অলি-আউলিয়াদের জগতে পাঠিয়েছেন। মানুষ সৃষ্টির আদি থেকে শুরু করে ভবলীলা সাঙ্গ হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ কথা মহান আল্লাহপাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের পাপী-তাপী গুনাহগার মানুষের আত্মার উন্নতি ও আত্মশুদ্ধির মাধ্যমে পরশ পাথরের মতো মূল্যবান করে তোলার জন্য এবং নাজাত শিক্ষার শিক্ষক হিসেবে শুভাগমন করেন আলহাজ্ব হযরত সৈয়দ জাকির শাহ নকশ্বন্দী মোজাদ্দেদীয়া শাহসুফি কুতুববাগী (মা.জি.আ.)। নারায়ণগঞ্জ বন্দর কুতুববাগ দরবার শরীফে ২৭,২৮ ও ২৯ মার্চ শুরু হয়েছে ঐতিহাসিক মহা পবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা।
আল্লাহ রাব্বুল আলামিনের সুমননীত এই তাপসের আধ্যাত্মিক গুণের আলোয় মানুষের অন্ধকার ক্বলবকে আলোকিত করে যেমন তা ছড়িয়ে পড়ছে চারদিকে। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে খাজাবাবা কুতুববাগী ক্বেবলাজানের নূরানী স্পর্শ, আর তাঁর পবিত্র সান্নিধ্য পাওয়ার বুকভরা আশা নিয়ে ছুটে আসছেন কুতুববাগ দরবার শরীফে। ক্বেবলাজানের স্বভাবসূলভ মাধুর্য্য দিয়ে সবাইকে তিনি পরম মমতায় আপন করে নিচ্ছেন প্রত্যহ। এ এক আশ্চর্য ক্ষমতা! শুধু ব্যবহার দিয়েই যে মানুষের মন জয় করা সম্ভব। এখনো খাজাবাবা কুতুববাগী ক্বেবলাজানকে যারা দেখেননি বা তাঁর সান্নিধ্যে আসেননি তাদের কাছে সত্যি আশ্চর্যই মনে হবে। আর যারা ক্বেবলাজানের হাতে বাইয়াত গ্রহণ করে রাসুল (সাঃ)-এর সত্য তরিকায় শামিল হচ্ছেন, তাদের আত্মশুদ্ধি, দিল জিন্দা ও নামাজে হুজুরি লাভ করে, নিজ নিজ ক্বলবে আল্লাহপাকের ইস্মে জাতের জিকির জারি করছেন। আত্মাকে পরিশুদ্ধ করে ইমানের সঙ্গে কবরে যাওয়ার মহানিয়ামত লাভের জন্য পবিত্র কোরআনের আলোকে সঠিক পথ দেখাচ্ছেন খাজাবাবা কুতুববাগী ক্বেবলাজান ।
কুতুববাগ দরবার শরীফে ঐতিহাসিক মহা পবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা শুরু হয়েছে গত ২৭ মার্চ বাদ যোহর থেকে চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। আগামী ২৯ মার্চ দিবাগত রাত ৩ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এই ঐতিহাসিক মহা পবিত্র ওরছ ও বিশ্ব জাকের ইজতেমা শেষ হবে। সবাই আমন্ত্রীত। বিস্তারিত তথ্য সহায়তা করেন রোটারিয়ান ও বাংলাদেশ সাংবাদিক জোট নারায়ণগঞ্জ জেলা সভাপতি খন্দকার সাইফুল ইসলাম রুবেল ও কুতুববাগ দরবার শরীফের এক খাদেম অরুপ।
Leave a Reply